No Internet Connection !

নওগাঁ জেলা পরিচিতি

প্রশ্ন: নওগাঁ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: নওগাঁ জেলার সীমানা কি? উ: নওগাঁ জেলার সীমানা:

✅ উত্তরে: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও জয়পুরহাট

✅ দক্ষিণে: রাজশাহী ও নাটোর

✅ পূর্বে: বগুড়া ও জয়পুরহাট

✅ পশ্চিমে: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও রাজশাহী জেলা


প্রশ্ন: নওগাঁ জেলার আয়তন কত? উ: ৩,৪৩৫.৬৫ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: উজ্জীবিত নওগাঁ।
প্রশ্ন: নওগাঁ জেলার গ্রাম কতটি? উ: ২৮৫৪ টি।
প্রশ্ন: নওগাঁ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৯৯ টি।
প্রশ্ন: নওগাঁ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ১১ টি। নওগাঁ, পত্নীতলা, আত্রাই, রানীনগর, মহাদেবপুর, পোরশা, দামুইরহাট, নিয়ামতপুর, শাপাহার, মান্দা ও বদলগাছি।
প্রশ্ন: নওগাঁ জেলার পৌরসভা কতটি? উ: ৩ টি। নওগাঁ, নজিরপুর।
প্রশ্ন: নওগাঁ জেলার নদ-নদী কি কি? উ: পুনর্ভবা, ছোট যমুনা, আত্রাই, তুলসী, সাগর প্রভৃতি।
প্রশ্ন: নওগাঁ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: তেল কল, অটোমেটিক চাল কল, কয়লা প্রভৃতি।
প্রশ্ন: নওগাঁ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: জগদ্দল বিহার, কুসুম্বা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, হলুদ বিহার।
প্রশ্ন: নওগাঁ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: আবদুল জলিল (রাজনীতিবিদ), দেওয়ান নাছির উদ্দিন আহম্মেদ (কবি), আখতার হামিদ সিদ্দিকী (মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: naogaon.gov.bd
top
Back
Home
Gsearch